তারা এয়ার এর বিমান দূর্ঘটনায় নিহত হয়েছেন বাবা, মা ও দুই মেয়ে

কাঠমান্ডুঃ একই পরিবারের চার সদস্য তারা বিমান দুর্ঘটনায় মারা গেছেন। এরা হলেন গণেশ নারায়ণ শ্রেষ্ঠ (৫২), তার স্ত্রী রশ্মি শ্রেষ্ঠ (৪৮) এবং দুই মেয়ে রোজিনা শ্রেষ্ঠা ও রবিনা শ্রেষ্ঠা। জানা গেছে, গণেশ নারায়ণ শ্রেষ্ঠার ছেলে রোশন শ্রেষ্ঠ, ঘটনার খবর পাওয়া মাত্রই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেপালে ফেরার জন্য রওনা দিয়েছেন। 

দুর্ঘটনার পর, গোর্খা জেলার সহিদ লিখন গ্রামীণ পৌরসভা-৫-এর তিনমানে ভাঞ্জিয়াংএ শোকের ছায়া নেমে এসেছে। যদিও, পুলিশ কর্মীরা পরিবারের সকল সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। মুস্তাংয়ের প্রধান জেলা আধিকারিক নেত্র প্রসাদ শর্মা বলেন, বিধ্বস্ত ফ্লাইটে থাকা ২২ জনের সবাই প্রাণ হারিয়েছেন কারণ ইতিমধ্যে ২১ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একজন নিখোঁজ ব্যক্তির সন্ধান চলছে। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য মহারাজগঞ্জ-ভিত্তিক ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে (টিইউটিএইচ) নিয়ে যাওয়া হচ্ছে। নিহতদের পরিবারের আত্মীয় এবং প্রতিবেশীরা কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়েছেন। নিহত শ্রেষ্ঠ পরিবারের দুই মেয়ে রশ্মি এবং রোজিনা মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করত এবং নেপালে বেড়াতে এসেছিল। সেই সময় তাদের বাবা-মা পোখরা যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরে পোখরা থেকে জোমসোমে যাওয়ার জন্য ফ্লাইট ধরেছিল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad