নিউজডেস্কঃ প্রশান্ত মহাসাগরে চলতি বছরের প্রথম হারিকেন আগাথা দক্ষিণ মেক্সিকোর বিরাট অংশে ব্যাপক প্রভাব ফেলেছে। ঝড়ের কারণে অনেক এলাকায় বন্যা ও ভূমিধস হয়েছে। এখানে কমপক্ষে ১০ জন মারা গেছে এবং ২০ জন নিখোঁজ। হুয়াটুলকো রিসোর্টের কাছে ৩ শিশু নিখোঁজ হওয়ার খবরও রয়েছে।
Must Read: https://sangbadvoice9.blogspot.com/2022/05/blog-post_87.html
তথ্য দিয়ে দক্ষিণাঞ্চলীয় শহর ওক্সাকার গভর্নর বলেন- 'আগাথা'র প্রভাবে ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ৭৩ বছর পর মেক্সিকোতে এমন ভয়াবহ ঝড় হয়েছে। একই সঙ্গে অনেক জায়গায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।