আগামিকাল মাধ্যমিক পরীক্ষার ফলঃ ঘোষিত হবে ২০২৩ এর পরীক্ষা সূচি

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার ২০২২মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে, সকাল ন'টায় আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এদিনই ফল প্রকাশের পাশাপাশি মেধা তালিকাও প্রকাশ করা হবে। মেধা তালিকায় এবার কলকাতা না জেলা কোন দিকের পাল্লা ভারি থাকে সেটাই দেখার। সকাল দশটার পর থেকেই পর্ষদের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। সেই সঙ্গে এদিন স্কুল থেকেই সার্টিফিকেট ও মার্কশিট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা। 

 

গত ২০২০ সালে মাধ্যমিক পরীক্ষা হলেও ২০২১ সালে পরীক্ষা নেওয়াই সম্ভব হয়নি করোনা সংক্রমণ। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় এ বছর মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা চলাকালীন একাধিক স্কুল দাবি করেছিল, অনেক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড নিলেও পরীক্ষায় বসেননি। ফলে পরীক্ষার্থীর সংখ্যা এবার কিছুটা কমতে পারে। ফলাফল প্রকাশের পাশাপাশি এদিন নজর থাকবে আগামী বছরের পরীক্ষা সূচির দিকেও। ২০২৩এর মাধ্যমিকের সূচি অনুমোদনের জন্য স্কুল শিক্ষা দফতরে পাঠানো হয়েছে। সূচি অনুমোদিত হলেই তা শুক্রবার ঘোষণা করা হতে পারে। সব ঠিক থাকলে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা একটু এগিয়ে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে পর্ষদের। সে ক্ষেত্রে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে থেকেই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু করতে চায় পর্ষদ। 

  কীভাবে মাধ্যমিকের রেজাল্ট জানা যাবে! www.wbbse.wb.gov.in বা http://wbresults.nic.in ওয়েবসাইটে যেতে হবে। WBBSE Class 10th Results লিঙ্কে ক্লিক করতে হবে। 

মাধ্যমিকের রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিতে হবে।  

তারপর সাবমিটে ক্লিক করতে হবে। সেখানেই রেজাল্ট জানা যাবে। মোট ১৪টি ওয়েবসাইটে মাধ্যমিতকের রেজাল্ট বেরোবে। এসএমএসের মাধ্যমেও রেজাল্ট জানা যাবে। 5676750- এই নম্বরে WB10 Roll Number লিখে পাঠাতে হবে। তাহলেই মোবাইলে রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। 

নিচের এই ওয়েবসাইটগুলিতেও জানা যাবে রেজাল্ট।  

www.wbbse.wb.gov.in 

 http://wbresults.nic.in  

www.exametc.com 

 www.indiaresults.com  

www.results.siksha 

 www.schools9.com 

www.fastresult.in

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad