মাধ্যমিক পরীক্ষা, ২০২২ঃ প্রথম হয়েছেন বাঁকুড়ার রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই ও বর্ধমান সি এম এস স্কুলের রৌণক মন্ডল ৬৯৩

গত ৭ মার্চ শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা, ২০২২। শেষ হয়েছিল ১৬ মার্চ। পর্ষদ জানিয়েছিল পরীক্ষার ৯০ দিনের মাথায় ফল প্রকাশ করা হবে। কিন্তু ৭৯ দিনের মাথায় প্রকাশিত হলো ফলাফল। সেইমতো, আজ প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফল। ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারী। মোট পরীক্ষার্থীঃ ১০,৯৮,৭৭৫ ছাত্র পাশঃ ৪,৩১,১৫০ ছাত্রীপাশ ৫,১৪,৭১৮ পাশঃ ৯.৪৯৯২৭ এবার প্রথম হয়েছেন বাকুড়ার রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই ও বর্ধমান সি এম এস স্কুলের রৌণক মন্ডল ৬৯৩। প্রথম হয়েছে বাঁকুড়ার অর্ণব ঘড়াই, বর্ধমানের রৌনক মণ্ডল, প্রাপ্ত নম্বর ৬৯৩, দ্বিতীয় হয়েছে কৌশিকী সরকার ও রৌনক মণ্ডল, ৬৯০ পেয়ে চতুর্থ হয়েছে অভিষেক দত্ত, ঝাড়গ্রামের পৌলমী বেরা ৬৮৯ পেয়ে পঞ্চম হয়েছেন
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad