শিল্পীর কোনো দেশ হয় না, জাত হয়নাঃ সকাল ১০.৩০ এ শুরু হবে 'অন্তিম দর্শন'ঃ বিদায় কেকে
10:09:00 AM
0
তারক ঘোষঃ চলে গেলেন কণ্ঠের যাদুকর কেকে। আজ দুপুরে তার নশ্বর শরীর মিশে যাবে পঞ্চভূতে। রয়ে যাবে শুধু চোখের জল আর তার সুমধুর কণ্ঠ। তবু, তার কণ্ঠে বাজবে তড়প তড়প, কেয়া মুঝে পেয়ার হ্যায়, ও মেরি জান, দশ বাহানে, বিতে লামহেঁ , আঁখোঁ মে তেরি, তু হি মেরি সব হ্যায় এবং তুনে মারি এন্ট্রি। কলকাতাকে হাসাতে এসেছিলেন তিনি, চলে গেলেন কাদিয়ে। রেখে গেলেন কিছু অমর স্মৃতি আর দেখে গেলেন এক শ্রেণীর মানুষের চিরকালের চেনা চরিত্র। কলকাতা খুব কষ্ট পেল যখন দেখল, কিছু মানুষ তাকে নিয়ে বিতর্ক করছে। তার কষ্টকে বোঝার চেষ্টা না করে, তারা ব্যস্ত রইল তাদের বলা কথাকে ‘জাস্টিফাই’ করতে।
এটা শিল্পীর শহর, শিল্পের শহর আর শিল্পীর কোনো দেশ হয় না, জাত হয়না। এটা অনেকেই বুঝলো না। আজ সকাল ১০.৩০ মিনিট থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত মুম্বাইএর পার্ক প্লাজায় শায়িত থাকবে তার মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য। তারপর বেলা ১ টায় শুরু হবে অন্তিমযাত্রা।