মাধ্যমিকে জেলার জয়-জয়কারঃ প্রথম অর্ণব ঘোড়ই (বাঁকুড়া), রৌনক মণ্ডল (বর্ধমান), প্রাপ্ত নম্বর৬৯৩

কলকাতাঃ গত ৭ মার্চ শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা, ২০২২। শেষ হয়েছিল ১৬ মার্চ। পর্ষদ জানিয়েছিল পরীক্ষার ৯০ দিনের মাথায় ফল প্রকাশ করা হবে। কিন্তু ৭৯ দিনের মাথায় প্রকাশিত হলো ফলাফল। সেইমতো, আজ প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারী। এ বারের মাধ্যমিকেও পূর্ব মেদিনীপুরে পাশের হার সবচেয়ে বেশি। সেখানে প্রায় ৯৭.৬৩ শতাংশ। কলকাতায় পাশের হার ৯৪ শতাংশের বেশি। এছাড়াও পাশের হারে এগিয়ে রয়েছে কালিম্পং, পশ্চিম মেদিনীপুরও। মাধ্যমিকে প্রথম (প্রাপ্ত নম্বর৬৯৩) অর্ণব ঘোড়ই (বাঁকুড়া), রৌনক মণ্ডল (বর্ধমান) মাধ্যমিকে দ্বিতীয় (প্রাপ্ত নম্বর ৬৯২) কৌশিকী সরকার (মালদা), রৌনক মণ্ডল (পশ্চিম মেদিনীপুর) মাধ্যমিকে তৃতীয়(প্রাপ্ত নম্বর ৬৯১) অনন্যা দাশগুপ্ত (আসানসোল), দেবশিখা প্রধান (পূর্ব মেদিনীপুর) মাধ্যমিকে চতুর্থ (প্রাপ্ত নম্বর ৬৯০) অভীক দাস (আলিপুরদুয়ার), অভিষেক গুপ্ত (মালদা), শ্রুতর্ষি ত্রিপাঠী (কলকাতা) মাধ্যমিকে পঞ্চম (প্রাপ্ত নম্বর ৬৮৯) সামিয়া ইয়াসমিন (পূর্ব বর্ধমান), জেনিফার রানা (বীরভূম), পৌলমী বেরা (ঝাড়গ্রাম), শুভ্র দত্ত (বহরমপুর), সম্রাট মণ্ডল (উত্তর ২৪ পরগনা) মাধ্যমিকে ষষ্ঠ (প্রাপ্ত নম্বর ৬৮৮) নিরুপম দাস (হুগলি), সম্পূর্ণা নন্দী (হুগলি), শ্রীজিতা গোস্বামী (পূর্ব বর্ধমান), সৈকত কুমার গঙ্গোপাধ্যায় (আসানসোল), সামন্ত কুইলা (পশ্চিম মেদিনীপুর), প্রতীক মাইতি (পূর্ব মেদিনীপুর) মাধ্যমিকে সপ্তম (প্রাপ্ত নম্বর ৬৮৭) অনন্য দেব (কোচবিহার), শ্রীজিতা মজুমদার (কোচবিহার), সৌগত ঘোষ (দক্ষিণ দিনাজপুর), জ্যোতির্ময় মণ্ডল, সোহম লায়েক (বাঁকুড়া), রঞ্জিত সাহু (পশ্চিম মেদিনীপুর), শাশ্বত সিং (পশ্চিম মেদিনীপুর), সিঞ্চন দত্ত (বাঁকুড়া), সায়ন্তন মাইতি (কাঁথি), অপূর্ব নস্কর (দক্ষিণ ২৪ পরগনা) মাধ্যমিকে অষ্টম(প্রাপ্ত নম্বর ৬৮৬) (২২ জন) জুনাইয়া পারভিন (দার্জিলিং), রনি বর্মন (কোচবিহার), অরুণিমা সিকদার, ব্রাত্য বসু, বৃষ্টি পাল, সৌম্যদিপ্ত কোনার, মৃত্যুঞ্জয় মণ্ডল, মধুরিমা দে, সৌমাল্য নিয়োগী, দেবমাল্য নিয়োগী, শ্রেয়সী ভুঁইয়া, অনিমেষ লায়েক, অভ্র চট্টোপাধ্যায়, ঈশিতা সামন্ত, অনিশ ঘড়াই, সায়ন দেবনাথ, শাশ্বত নাইয়া, সোহম পাল মাধ্যমিকে নবম(প্রাপ্ত নম্বর ৬৮৫) (১৫ জন) ফারহান বিশ্বাস (মুর্শিদাবাদ), সায়ন দেবনাথ (উত্তর ২৪ পরগনা), শাশ্বত নাইয়া (দক্ষিণ ২৪ পরগনা), সোহম পাল (দক্ষিণ ২৪ পরগনা), বিশ্বদীপ মণ্ডল (জলপাইগুড়ি), স্বরূপ কর্মকার (বাঁকুড়া), ব্রিজেশ লোহার (বাঁকুড়া) এ বারের মাধ্যমিকেও পূর্ব মেদিনীপুরে পাশের হার সবচেয়ে বেশি। সেখানে প্রায় ৯৭.৬৩ শতাংশ। কলকাতায় পাশের হার ৯৪ শতাংশের বেশি। এছাড়াও পাশের হারে এগিয়ে রয়েছে কালিম্পং, পশ্চিম মেদিনীপুরও।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad