Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

২ দিনের মধ্যে সিধু মুসেওয়ালার হত্যার প্রতিশোধ নেবে; বামবিহাসহ ৪ গ্যাং একজোট

নিউজডেস্কঃ বিখ্যাত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে খুনের পর হুমকি দিয়েছে দিল্লি-এনসিআরের নীরজ বাওয়ানা গ্যাং। বাওয়ানা গ্যাং বলেছে, ২ দিনের মধ্যেই মুসেওয়ালার খুনের প্রতিশোধ নেবেন সিধু। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করে হুমকি দেওয়া হয়েছে। টিল্লু তেজপুরিয়া, কৌশল গুরগাঁও এবং দবিন্দর বামবিহা গ্যাংও বাওয়ানা গ্যাংয়ের সাথে যুক্ত। এমন পরিস্থিতিতে আগামী দিনে পাঞ্জাবে গ্যাং ওয়ার হওয়ার সম্ভাবনা বেড়েছে। 

কে এই নীরজ বাওয়ানা ? 

নীরজ বাওয়ানা দিল্লির বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ডাকাতি, মুক্তিপণসহ জঘন্য অপরাধের একাধিক মামলা রয়েছে। তিনি তিহার জেলে বন্দী। সেখান থেকেই চক্রটি পরিচালনা করছে। নীরজের দলে হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের দুর্বৃত্তরা রয়েছে। দিল্লিতে গ্যাংস্টার নীতু দাবোদার এনকাউন্টারের পর নীরজ বাওয়ানার দাপট বেড়ে যায়। 

বামবিহা গ্যাংও হুমকি দিয়েছে

 সিধু মুসেওয়ালা হত্যার দায় স্বীকার করেছে লরেন্স গ্যাং। লরেন্সের কানাডিয়ান-বসা সহকর্মী গ্যাংস্টার গোল্ডি ব্রার এই দায়িত্ব নিয়েছিলেন। এর পর সামনে আসে বামবিহা গ্যাং। তিনি দাবি করেন, সিধু মুসেওয়ালার সঙ্গে এই চক্রের কোনও সম্পর্ক নেই। তা সত্ত্বেও যদি মুসেওয়ালাকে তার সঙ্গে যুক্ত করা হয়, তাহলে তিনি অবশ্যই প্রতিশোধ নেবেন।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad