আন্তর্জাতিক নারী পাচার চক্রের চাঁই গ্রেফতার অসমের গুয়াহাটির সাতগাঁও এলাকা থেকে

গুয়াহাটিঃ আসাম পুলিশ শুক্রবার রাতে একটি আন্তর্জাতিক আন্তর্জাতিক নারী পাচার চক্রের চাঁই সাবিনা ইয়াসমিনকে গুয়াহাটির সাতগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে। হোজাই জেলার ডোবোকা পুলিশ একটি মামলায় ইয়াসমিনকে খুঁজছিল। কিন্তু, তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে, হোজাইতে তার বাসভবনে অভিযান চালানোর সময়, পুলিস ২৫ টি পাসপোর্ট পেয়েছে যা নকল বা জাল নথি দিয়ে তৈরি বলে সন্দেহ করা হচ্ছে৷ সাবিনা এক আন্তর্জাতিক নারী পাচার চক্রের অংশ যা রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলাদের প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করে৷ দেশের বাইরে চাকরি দেয়। তারপর নারী পাচার করে। ইয়াসমিনের দুই সহযোগী গিয়াসউদ্দিন জাফর ও কামাল উদ্দিনকেও আটক করেছে পুলিশ। ইয়াসমিনের বাসা থেকে যেসব নারীর 'ভুয়া' পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ তাদের খোঁজ করছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad