Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

‘শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে গেলাম’, ফেসবুকে স্টাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

ভয়েস ৯,ঢাকা ব্যুরো: জামালপুরের বকশীগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে আশরাফুল ইসলাম (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (৬ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের উত্তর বগারচর গ্রামের আব্দুর রহমানের ছেলে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বকশীগঞ্জ থানার (ওসি) মোঃ সোহেল রানা। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবার ও পুলিশ জানায়, আজ দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষপান করেন আশরাফুল ইসলাম। পোস্টে তিনি লেখেন - শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে চলে গেলাম। পারলে সবাই দোয়া কইরো এই পাপীর জন্য।
বিষপানের বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে আশরাফুলকে উদ্ধার করে বকশীগঞ্জ সদর হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা ৬টার দিকে মারা যান। তাঁর লাশ জামালপুর জেনারেল হাসপাতালে আছে বলে জানায় পুলিশ।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad