স্বাস্থভবনের সামনে নার্সিং চাকরীপ্রার্থীদের বিক্ষোভ চলছে

 



 কলকাতাঃ সোমবার বিকালে স্বাস্থভবনের সামনে নার্সিং চাকরীপ্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছেন। রাস্তা অবরোধ করে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। চাকরীপ্রার্থীদের অভিযোগ নার্স নিয়োগ নিয়ে বেশ কিছু অস্বচ্ছতা রয়েছে।  তাদের বক্তব্য ৫০০০ জনের ইন্টারভিউ নেওয়া হলেও চাকরী পেয়েছেন মাত্র ২০০০ জন। এরপর বিক্ষোভ চরমে উঠলে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। এরপর বিক্ষোভকারীরা হেলথ রিক্রটমেন্ট বোর্ডের অফিসের সামনে বসে পড়েন। চাকরীপ্রার্থীদের অনেকের অভিযোগ, পুলিস তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে্ছে এবং যে ভাষায় কথা বলেছে, তা সভ্য সমাজে অচল।


 

বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি হাসপাতালে নিয়োগে তাঁদের অগ্রাধিকারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু গত ২০ মে নতুন যে প্যানেল প্রকাশ হয়েছে, তাতে ২০১৮, ’১৯ কিংবা ’২০ সালের কারও নাম নেই। সবাই ২০২১ সালে নার্সিং ডিগ্রি পাওয়া চাকরিপ্রার্থী। এখানেই শেষ নয়। তাঁদের আরও অভিযোগ, রেজিস্ট্রেশন নেই, অথচ প্যানেলে নাম আছে, এমন চাকরিপ্রার্থীও আছেন। তা ছাড়াও, অসংরক্ষিত আসনেও সংরক্ষিত চাকরি প্রার্থীদের জায়গা করে দেওয়া হয়েছে। আজ, চাকরীপ্রার্থীদের সঙ্গে দফায় দফায় সঙ্ঘর্ষ হয় পুলিশের। রাস্তা অব্রোধ্মুক্ত করতে গেলে অবস্থা আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে, চাকরীপ্রার্থীদের মধ্যে ৪ জন কর্মকর্তাদের সঙ্গে দেখা করার অনুমতি পান। কিন্তু এখনও পর্যন্ত কোনো সমাধান সূত্র মেলেনি।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad