প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ

ঢাকাঃ বঙ্গবন্ধু মুজিবর রহমানের উপর তথ্যচিত্র নির্মানের ব্যাপারে ভারতীয় চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ এখন ঢাকায়। সোমবার ’কলকাতায় বঙ্গবন্ধু’ শীর্ষক তথ্যচিত্র নির্মাণ প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন। সোমবার বিকালে গণভবনে সৌজন্য বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিদের জানান, তথ্যচিত্রের রূপরেখা নিয়ে প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধুর দুই কন্যার সঙ্গে আলোচনা করেন। প্রেস সচিব বলেন, “জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা একটি বিশাল ইতিহাস বলেও উল্লেখ করেছেন গৌতম ঘোষ।“ বৈঠকে প্রধানমন্ত্রী ও শেখ রেহানা বঙ্গবন্ধুর কলকাতার দিনগুলো সম্পর্কে পরিচালক গৌতম ঘোষকে কিছু তথ্য দেন এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন সম্পর্কে তাদের সঙ্গে কথাবার্তা বলেন বলে জানান ইহসানুল করিম। ছবিঃ বিডিনিউজ২৪
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad