আজ কান চলচ্চিত্র উৎসবের ৭৫ তম বর্ষ উদযাপন শুরু

নিউজ ডেস্ক ভি৯, কানঃ কান চলচ্চিত্র উৎসব এই বছর ১৭ থেকে ২৮ মে পর্যন্ত তার ৭৫ তম বার্ষিকী উদযাপন করছে। বিগত দু বছর অতিমারীর কারণে ২০২০ সালে কান উৎসব বাতিল হয়েছিল। এ বছর এই অনুষ্ঠানে বিশ্ব চলচিত্র জগতের প্রায় ৩৫০০০ প্রতিনিধি যোগ দিচ্ছেন বলে জানা গেছে। ইউক্রেন যুদ্ধের কারণে এ বছর রাশিয়ার প্রতিনিধিদলের যোগদান নিষিদ্ধ করা হয়েছে। তবে, অন্যান্য দেশ প্রতিনিধিত্ব করবে। হলিউডের হেভিওয়েটদের মধ্যে টম ক্রুজের টপ গান ম্যাভেরিক অন্তর্ভুক্ত হয়েছে। সেইসাথে অস্টিন বাটলার এবং টম হ্যাঙ্কস অভিনীত বাজ লুহরম্যানের এলভিস বায়োপিক প্রদর্শিত হবে। অভিনেতা ফরেস্ট হুইটেকার আজীবন কৃতিত্বের জন্য উত্সবের অনারারি পালমে ডি’অর পেতে চলেছেন বলে জানা গেছে। "হান্ট" এর প্রিমিয়ারের পাশাপাশি "স্কুইড গেম" অভিনেতা লি জুং-জে-এর একটি নতুন চলচ্চিত্র প্রদর্শিত হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad