বিস্ফোরণের কারণ নিয়ে সংশয়ঃ নিহতের সংখ্যা বেড়ে ৪৯
1:44:00 PM
0
বিশেষ প্রতিনিধি, ঢাকাঃ সীতাকুণ্ডের কনটেইনার ডিপোয় বিস্ফোরণের সঠিক কারণ কি, তা নিয়ে বাংলাদেশ প্রশাসন এখনো ধন্দে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী, স্পিকার ও রাষ্ট্রপতি শোক জানিয়েছেন। এলাকায় পাঠানো হয়েছে সামরিক বাহিনীর ২৫০ জওয়ানদের। মৃত ও ক্ষতিগ্রস্তদের জন্য ঘোষিত হয়েছে ১ কোটি ১ হাজার টাকার প্যাকেজ। এখন পর্যন্ত জানা গেছে, হাইড্রোজেন-পার-ওক্সাইড এর আগুন নিয়ন্ত্রণে আনতে অসুবিধা হচ্ছে। কিন্তু, ঠিক কীভাবে আগুন লাগলো এবং অতিদ্রুত কীভাবে তা ছড়িয়ে পড়লো তা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। ওই ডিপোতে অন্য কোনো রাসায়নিক ছিল কিনা, তা নিয়েও আশঙ্কা আছে। তবে মালিকপক্ষের কাউওকে না পাওয়া যাওয়ায় সব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।
সময় যত এগোচ্ছে, মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভয়াবহ বিস্ফোরণে কারো হাত উড়ে গেছে, কারো পা। সমস্ত এলাকা জুড়ে মৃত্যুভুমির চেহারা। অ্যাম্বুলেন্সের সাইরেন আতঙ্ক ছড়াচ্ছে, আর মাঝে মাঝেই বিস্ফোরণের আওয়াজ। যেন যুদ্ধক্ষেত্র। কাল সন্ধ্যা পর্যন্ত যা ছিল মানুষের কর্মভূমি, আজ তা বধ্যভূমিতে রূপান্তরিত। ইতিমধ্যেই হেলিকপ্টারে করে আহতদের নিয়ে যাওয়া হয়েছে সি এম সি এইচ এ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে যারা উদ্ধারকার্য চালাচ্ছেন তারা বলছেন, আগুন নিভে গেলে মৃতদেহের সংখ্যা আরো বাড়বে। কারণ আগুনের জন্য ওই স্থানগুলিতে উদ্ধাকার্য চালানো যাচ্ছে না।
Tags