বাংলাদেশের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোয় বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৩৭

ঢাকাঃ সময় যত এগোচ্ছে, মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভয়াবহ বিস্ফোরণে কারো হাত উড়ে গেছে, কারো পা। সমস্ত এলাকা জুড়ে মৃত্যুভুমির চেহারা। অ্যাম্বুলেন্সের সাইরেন আতঙ্ক ছড়াচ্ছে, আর মাঝে মাঝেই বিস্ফোরণের আওয়াজ। যেন যুদ্ধক্ষেত্র। কাল সন্ধ্যা পর্যন্ত যা ছিল মানুষের কর্মভূমি, আজ তা বধ্যভূমিতে রূপান্তরিত। সীতাকুণ্ডের কনটেইনার ডিপোয় ভয়াবহ বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। হতাহত ব্যক্তিদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এ পর্যন্ত ফায়ার সার্ভিসের ৬ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন। এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। মাঝে মাঝেই বিস্ফোরণ। মালিকপক্ষের কেউ না থাকায় কনটেইনার ডিপোতে কী ধরনের কেমিক্যাল রয়েছে, তা জানতে পারছে না ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। জল দিয়ে সব কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণ সম্ভব নয়। ফায়ার সার্ভিস বলছে, এ কারণে তারা উদ্ধারকার্য ঠিকভাবে চালাতে পারছে না। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৫ টি ইঞ্জিন কাজ করছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad