দৃষ্টিপ্রতিবন্ধীদের উপযোগী বিশেষ ধারার মুদ্রা চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
2:39:00 PM
0
নতুন দিল্লিঃ দৃষ্টিপ্রতিবন্ধীদের উপযোগী একটি বিশেষ ধারার মুদ্রা চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্ধ ব্যাক্তিরা অনায়াসে এই মুদ্রা হাতে নিলেই বুঝতে পারবেন কোন মুদ্রার কোন মূল্যের। আজাদি কা অমৃত মহোৎসব (AKAM) নকশা স্মারক ১ , ২,৫, ১০ ও ২০ টাকার মুদ্রার উদবোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, "এই নতুন সিরিজের মুদ্রাগুলি মানুষকে অমৃত কালের লক্ষ্যের কথা মনে করিয়ে দেবে এবং মানুষকে দেশের উন্নয়নের দিকে কাজ করতে অনুপ্রাণিত করবে।"
Tags