কলকাতাঃ কাউন্ট ডাউন শুরু। আর কিছুক্ষণ পর সকাল ৯ টায় মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের ফল ঘোষণা করবেন। একইস্নগে প্রকাশিত হবে মেধা তালিকা। ২০২০ সালের পর ২০২২ এ মাধ্যমিকের অফ-লাইন পরীক্ষা হলো। জানা গেছে,এবার বহু ছাত্র-ছাত্রঈ ফর্ম ফিলাপ করলেও পরীক্ষা দিতে আসেনি। ফলে আবেদনকৃত এর তালিকা ও পরীক্ষার্থীর সংখ্যার মধ্যে একটা পার্থক্য থাকছে।
কীভাবে মাধ্যমিকের রেজাল্ট জানা যাবে! www.wbbse.wb.gov.in বা http://wbresults.nic.in ওয়েবসাইটে যেতে হবে। WBBSE Class 10th Results লিঙ্কে ক্লিক করতে হবে। মাধ্যমিকের রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিতে হবে। তারপর সাবমিটে ক্লিক করতে হবে। সেখানেই রেজাল্ট জানা যাবে। মোট ১৪টি ওয়েবসাইটে মাধ্যমিতকের রেজাল্ট বেরোবে। এসএমএসের মাধ্যমেও রেজাল্ট জানা যাবে। 5676750- এই নম্বরে WB10 Roll Number লিখে পাঠাতে হবে। তাহলেই মোবাইলে রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা।
নিচের এই ওয়েবসাইটগুলিতেও জানা যাবে রেজাল্ট।