এক্সক্যাভেটরের সঙ্গে ধাক্কা লেগে ইরানে ট্রেন লাইনচ্যুত, নিহত ২১

তাবাসঃ ইরানের তাবাস শহরের কাছে এক রেল দূর্ঘটনায় প্রায় ২১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা। আহত হয়েছেন ৪৭ জন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের বেশির ভাগের অবস্থা গুরুতর। ঘটনাস্থলে ২৪টি অ্যাম্বুলেন্স ও তিনটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। বুধবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণ জানতে বিচারিক তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তাবাসের প্রসিকিউটর। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে এএফপি এ খবর জানিয়েছে। তাবাস শহরটি ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে। তেহরান থেকে সড়কপথে এর দূরত্ব ৯০০ কিলোমিটার (৫৬০ মাইল)। অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার সহ উদ্ধারকারী দলগুলি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছেছে বলে জানা গেছে। আহতদের মধ্যে একজন এক টিভি মেদিয়াকে জানান, ট্রেনটি হঠাৎ ব্রেক করে এবং তারপরে লাইনচ্যুত হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রেনটি ট্র্যাকের কাছে একটি এক্সক্যাভেটরের সঙ্গে ধাক্কা খেয়েছিল। তবে এটা পরিস্কার নয়, কেন এক্সক্যাভেটরটি রাতে রেললাইনের কাছে রাখা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ের উপপ্রধান মীর হাসান মুসাভি বলেন, ট্রেনটিতে ৩৪৮ যাত্রী ছিলেন। রেললাইনের কাছে থাকা একটি এক্সকাভেটরে আঘাত করার পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad