ইউক্রেন-রাশিয়া সীমান্তে কুরস্ক অঞ্চলে রাশিয়ার একটি সেতু এবং একটি চিনি শোধনাগার ক্ষতিগ্রস্ত
5:26:00 PM
0
নিউজ ডেস্কঃ ইউক্রেনের কাছে পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলে একটি সেতু এবং একটি চিনি শোধনাগার গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, সোমবার গভর্নর রোমান স্টারোভয়েট এই খবর দিয়েছেন।
তেতকিনোর কুরস্ক অঞ্চলের গ্রামে হামলায় কোনো আহত বা প্রাণহানির ঘটনা ঘটেনি, স্টারোভয়েট জানিয়েছে।
আক্রমনের লক্ক্য ছিল সেতু ও কারখানা। তবে, টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ফুটেজে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত সেতু, সেইসাথে ধ্বংসপ্রাপ্ত বাড়ি এবং একটি পুড়ে যাওয়া গাড়ি দেখানো হয়েছে।
জানা গেছে, মস্কোর বাহিনী কিইভ থেকে সরে যাওয়ার পর এবং ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার সীমান্তের দিকে সফল পাল্টা হামলা চালানোর পর রাশিয়ার ভূখণ্ডে হামলা বেড়েছে। স্থানীয় গভর্নররা জানিয়েছেন, হামলায় অন্তত তিনজন রাশিয়ান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে হামলার দায় স্বীকার করেনি যদিও আনুষ্ঠানিকভাবে তাদের পিছনে থাকার কথা অস্বীকার করেনি।
Tags