মানবিকতার নিদর্শন রাখলো চট্টগ্রামের ছাত্রসমাজ, দেখালো ছাত্রদের সামাজিক দায়বদ্ধতা
8:38:00 AM
0
বিশেষ প্রতিনিধি, ঢাকাঃ চট্টগ্রামের ভয়াবহ আগুন এখনও আয়ত্তে আসেনি। মৃতের সংখ্যা বাড়ছে, আহতের সংখ্যা আরো বাড়তে পারে। এই অবস্থায় দেখা দিতে পারে রক্ত-সংকট। এসব ভেবেই,সিএমএইচ কর্তৃপক্ষ রক্তদানে আগ্রহীদেরকে জরুরি ভিত্তিতে হাসপাতালের সিপিজি ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবক সাদ্দাম হোসেন এবং সোহেল ইব্রাহিমের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছিলেন।
আর তাতে সাড়া দিয়েই গভীর রাত থেকে হাসপাতালের সামনে জড়ো হতে থাকে চট্টগ্রামের ছাত্রসমাজ। এই ভয়ঙ্কর বিপদের দিনে তারা দেখিয়ে দিল, ছাত্রদের সামাজিক কর্তব্য কী। জানা গেছে, ভোরে দুটি সিইউ বাসে করে শত শত শিক্ষার্থী সিএমএইচে ভিড় করেছে। ইতিমধ্যেই তারা ফেসবুকের মাধ্যমে অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছেও আবেদন জানিয়েছে।
CMCH কর্তৃপক্ষ এই ঘটনায় আহতদের জন্য রক্ত দেওয়ার জন্য লোকদের অনুরোধ করেছে, কারণ হাসপাতালে ক্রমশঃ রোগীদের ভিড় বাড়ছে। জেলা সিভিল সার্জন ইলিয়াস হোসেনও পরিস্থিতি সামাল দিতে চট্টগ্রামের সব চিকিৎসককে সিএমএইচে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শতাধিক দগ্ধ ও আহতদের জরুরি বিভাগ, বার্ন ইউনিট, সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Tags