২০২০-২২, পুলিশ হেফাজতে মৃত্যুর সংখ্যাঃ শীর্ষে গত ২ বছরে উত্তরপ্রদেশে, দ্বিতীয় পশ্চিমবঙ্গ

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ মঙ্গলবার কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রক লোকসভায় জানিয়েছে, ২০২০ সালের ১ এপ্রিল থেকে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত সারা দেশে পুলিশ হেফাজতে মোট ৪,৪৮৪ জনের মৃত্যু হয়েছে এবং মোট ২৩৩টি এনকাউন্টার হয়েছে। তালিকার একেবারে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। তারপর পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশ। এই রাজ্যগুলিতে পুলিশ হেফাজতে সবচেয়ে বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড় ও জম্মু-কাশ্মীরে এনকাউন্টারের জেরে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের লোকসভা সদস্য, সাংসদ আব্দুসামদ সামদানির প্রশ্নের উত্তরে লোকসভায় এই তথ্য জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এনএইচআরসির তথ্য অনুযায়ী, এই তথ্য জানানো হয়। তথ্য অনুযায়ী, ২০২০-২১ সালে মোট ১,৯৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যেখানে ২০২১-২২ সালে এ ধরনের ২,৫৪৪টি মৃত্যুর সংখ্যা রেকর্ড করা হয়। ২০২০-২১ সালে উত্তরপ্রদেশ এই ক্ষেত্রে শীর্ষে ছিল এবং এই সময়ের মধ্যে ৪৫১ জনের মৃত্যু হয়েছে। এর পরে পশ্চিমবঙ্গে ১৮৫ জন এবং এমপিতে ১৬৩ জনের মৃত্যু হয়েছে। ২০২১-২২ সালে, উত্তরপ্রদেশ আবার ৫০১ টি মৃত্যু নিয়ে প্রথম স্থানে আসে। তারপরে বাংলায় ২৫৭ জন এবং মধ্যপ্রদেশে ২০১ ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad