"সংবাদ-মাধ্যমকে অবশ্যই সৎ সাংবাদিকতার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, ব্যবসায়িক স্বার্থ বাড়ানোর মধ্যে নয়" , বলেন ভারতের প্রধান বিচারপতি

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা মঙ্গলবার বলেন যে স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্রের মেরুদণ্ড এবং মিডিয়াকে অবশ্যই তার প্রভাব এবং ব্যবসায়িক স্বার্থ প্রসারিত করার জন্য এটিকে হাতিয়ার হিসাবে ব্যবহার না করে সৎ সাংবাদিকতার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। প্রধান বিচারপতি জোর দিয়ে বলেন, স্বাধীন সাংবাদিকতা হচ্ছে গণতন্ত্রের মেরুদন্ড এবং সাংবাদিকরা হচ্ছে জনগণের চোখ ও কান। এদিন, গুলাব কোঠারি রচিত "গীতা বিজননা উপনিষদ" বইটি প্রকাশের সময় তিনি বলেন, "যখন একটি মিডিয়া হাউসের অন্যান্য ব্যবসায়িক স্বার্থ থাকে, তখন এটি বাইরের চাপের জন্য দুর্বল হয়ে পড়ে। প্রায়শই, স্বাধীন সাংবাদিকতার চেতনার চেয়ে ব্যবসায়িক স্বার্থ প্রাধান্য পায়। এর ফলে, গণতন্ত্রের সঙ্গে আপোস করা হয়। প্রধান বিচারপতি জোর দিয়ে বলেন, স্বাধীন সাংবাদিকতা হচ্ছে গণতন্ত্রের মেরুদন্ড এবং সাংবাদিকরা হচ্ছে জনগণের চোখ ও কান। তিনি বলেন, 'মিডিয়া হাউসগুলোর দায়িত্ব হচ্ছে তথ্য তুলে ধরা। বিশেষ করে ভারতীয় সমাজ ব্যবস্থায় মানুষ এখনও বিশ্বাস করে যে যা ছাপা হয় তা সত্য। আমি শুধু এটুকুই বলতে চাই যে, গণমাধ্যমকে অবশ্যই তার প্রভাব ও ব্যবসায়িক স্বার্থ বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে নিজেদের সৎ সাংবাদিকতার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। উল্লেখ্য, ভারতের প্রধান বিচারপতি, আইন পেশায় আসার আগে কিছু সময়ের জন্য একজন সাংবাদিক ছিলেন। তিনি বলেন,দুর্ভাগ্যবশত, আমাদের কাছে এখনও এমন কোনও পুরষ্কার নেই যার সঙ্গে পুলিৎজারের তুলনা করা যায় । আর তাছাড়া, আমরা ভারতে পুলিৎজার বিজয়ী সাংবাদিকও তৈরি করি না। তিনি আরও বলেন, দেশের সুস্থ উন্নয়নের জন্য একটি সুবিজ্ঞ ও যুক্তিবাদী নাগরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad