পৃথিবীতে ভেঙ্গে পড়বে ২১ টন ওজনের রকেটের অংশঃ কবে কোথায় পড়বে কেউ জানে না


ভয়েস ৯, নিউজ ডেস্
কঃ আবার চীনা রকেটের ভেঙ্গে পড়া অংশ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আতঙ্কের কারণ একটাই, কোথায় এটি ভেঙ্গে পড়বে সেই সম্ভাব্য স্থান সম্পর্কে এখনো পর্যন্ত কোন তথ্য সামনে নেই। ২১ টন ওজনের ১০ তলা উচ্চতা বিশিষ্ট রকেটটি রবিবার হাইনানের ওয়েনচ্যাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে ৫বি রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি ছিল ওয়ান্টিয়ান স্পেস স্টেশন মডিউলের এবং এটিকে তিয়াংগং স্পেস স্টেশনে যুক্ত করা হয়েছিল। 

নিউজউইক সংবাদপত্রের মতে, প্রথম পর্যায়ের রকেটের সবগুলোই বায়ুমণ্ডলে জ্বলে উঠবে না। পরিবর্তে গ্রহে আছড়ে পড়বে। সাধারণতঃ রকেটের প্রথম পর্যায়ের অংশের সমস্ত জ্বালানী ব্যবহার করার পর, খালি অংশটি ্মূল রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে তীব্র গতিতে পৃথিবীতে পড়ে এবং বায়ুমণ্ডলের ঘর্ষণে জ্বলতে জ্বলতে ছাই এ পরিণত হয়।
 হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের জ্যোতির্বিজ্ঞানী জোনাথন ম্যাকডোওয়েল এক টুইট বার্তায় বলেছেন, বুস্টার রকেটটি পৃথিবীর নিম্ন কক্ষপথে ভেসে বেড়াচ্ছে। এটি ভেঙে পড়বে। এবং ৩০ মিটার দীর্ঘ ধাতব টুকরাগুলির ঘন্টায় কয়েক’শ কিলোমিটার বেগে মাটিতে আছড়ে পড়বে। তবে রকেটটির কতটা বাঁচবে, সে বিষয়ে নিশ্চিত নন বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী বা এরোস্পেস কর্পোরেশন, বুস্টার রকেট সম্পর্কে কোনও সতর্কবার্তা জনসাধারণের জন্য ঘোষণা করেনি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad