১ লা সেপ্টেমবরের পদযাত্রা, জারি হলো নির্দেশিকাঃ মিছিলে থাকবেন একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধিঃ আগামি ১ সেপ্টেম্বর রাজ্য সরকারের উদ্যোগে কলকাতা ও জেলাগুলিতে ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন উপলক্ষে যে পদযাত্রার য়ায়োজন করা হয়েছে, সে ব্যাপারে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর একটি নির্দেশিকা জারি করেছে। দপ্তরের সচিব শান্তনু বসু স্বাক্ষরিত এই নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য ও জেলার বিভিন্ন বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা এই মিছিলে অংশ নেবে। উল্লেখ্য, এই সময় রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তাই, বেশ কয়েকটি জায়গা থেকে আপত্তি ওঠে। এই নির্দেশিকায় বলা হয়েছে, ছাত্র-ছাত্রীরা তাদের স্কুল ইউনিফর্ম পরে মিছিলে হাটবে। তবে কালো রঙের ছাতা ব্যবহার করা যাবে না। এছাড়া, বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী ও লক্ষীর ভান্ডারের সুবিধা পাওয়া মহিলারাও এই মিছিলে যোগ দিতে পারবেন। এই মিছিলে সর্বাধিক ১০০ জন লোক-শিল্পী সামিল হতে পারবেন। এ জন্য তাদের সাম্মানিক দেওয়া হবে। এছাড়া, মিছিলে অংশ নেওয়া পড়ুয়া, স্বনির্ভর গোষ্ঠী ও লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের জন্য দুবার টিফিনের ব্যবস্থা করতে হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad