রোগীর নাতি উপেন্দ্র কুমার জানান, হাসপাতালে চিকিৎসার অভাবে চোখের সামনেই মারা যান তাঁর ঠাকুমা তেত্রি দেবী। জানা গেছে মৃতা তেত্রীদেবী ছিলেন মাঝাগড় থানা এলাকার লাংতুহাটা গ্রামের বাসিন্দা।
সিটি ইন্সপেক্টর লালন কুমার জানান, তেত্রি দেবী নামে এক রোগীর মৃত্যুর পর পরিবারের লোকজন হইচই করছিল। ব্যবস্থা নেওয়ার জন্য পরিবারের কাছে লিখিত অভিযোগ চাওয়া হয়েছে। একই সঙ্গে সিভিল সার্জন ডাঃ বীরেন্দ্র প্রসাদ জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে, সদর হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা এই প্রথম নয়, এর আগেও লেবার ওয়ার্ডে চিকিৎসা না পেয়ে মা ও শিশুর মৃত্যু হয়েছে। রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতাল প্রশাসন প্রতিবারই তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বললেও পরিস্থিতি একই থাকে। সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র রোগীদের দুর্ভোগ পোহাতে হয়।
অভিযোগ হাসপাতালে মোবাইল নিয়ে গল্পগুজবে ব্যস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা, মৃত্যু রোগীর
By -
8/13/2022 01:33:00 PM
0
ভয়েস ৯, নিউজঃ বিহারের গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা না পেয়ে এক রোগীর মৃত্যু কে কেন্দ্র করে এক অদ্ভুত দৃশ্য উঠে এল। পরিবারের সদস্যরা এক অভিযোগে জানিয়েছেন, “আমরা রোগীকে জরুরী বিভাগে ভর্তি করেছিলাম, কিন্তু জরুরি বিভাগে চিকিৎসক নেই, স্বাস্থ্যকর্মীরা গল্পগুজব করতে ব্যস্ত। অন্য এক চিকিৎসককে জানালে, তিনি চিকিৎসা না করে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে বাইরে বেরিয়ে যান।
এর পরে, রোগীর অবস্থা আরও খারাপ হতে আমরা স্বাস্থ্যকর্মীদের জানাই, কিন্তু তারা তখন বিরক্ত হতে শুরু করে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও সাহায্য মেলেনি।“

