সোমবার দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রীর মিটিং কলকাতা ও জেলা পুজো কমিটির
By -
8/21/2022 06:35:00 PM
0
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ ঢাকে কাঠি পড়তে আর মাস দেড়েক। ইতিমধ্যেই, গ্রাম ও শহরের বড় বড় পুজো কমিটিগুলি তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভাবনা চলছে নতুন নতুন থিম নিয়ে। ২০২১ এ কিছুটা ছাড় থাকায় রাজ্যের বহু জেলাতেই থিমের মন্ডপ দেখা গিয়েছিল। এবার করোনা নিয়ে এখনো পর্যন্ত সেরকম কঠোর বিধিনিষেধ না থাকায় রাজ্যের বহু জায়গাতেই থিমের পুজো হতে চলেছে। ফলে, বাজেট বাড়ছে পুজো কমিটিগুলির।
স্বভাবতইঃ সোমবারের মিটিং নিয়ে আগ্রহে অপেক্ষা করছেন কলকাতা অ রাজ্যের পুজো-উদ্যোক্তারা।
ইতিমধ্যেই বাংলার দুর্গা পুজো স্বীকৃতি পেয়েছে ইউনেস্কোর। কাজেই, এবার পুজো নিয়ে বড় পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। জানা গেছে, এবারের দুর্গা পুজোকে সামনে রেখে আগামী ১ সেপ্টেম্বর কলকাতায় মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার তিনটি প্রান্ত থেকে ওই মিছিল শুরু হয়ে পৌঁছবে ধর্মতলায়।
কাজেই সব মিলিয়ে পুজো ২০২২ একটা কার্নিভালের চেহারা নিতে চলেছে, এটা বলা বাহুল্য। এটা সত্য, থিমের পুজো এখন আর শহর কলকাতায় একচেটিয়া নয়। তা ছড়িয়ে পড়েছে কলকাতা বাইরে জেলাগুলিতেই। হুগলি, বর্ধমান, নদীয়া, হাওড়া দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে এখন মন্ডপসজ্জার লড়াই। চালু হয়েছে, নানা পুজো পুরষ্কার। কাজেই, জেলাগুলিতেও এখন রীতিমতো সাজো সাজো রব। ইতিমধ্যেই, গোপনে গোপনে থিম বানানোর কাজ শুরু হয়ে গেছে।
প্রসঙ্গত কলকাতা ও জেলার সব পুজো কমিটিগুলিকে প্রত্যেক বছর ৫০ হাজার টাকা হিসাবে আর্থিক অনুদান দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই আর্থিক সহায়তার ফলে জেলার পুজো কমিটিগুলি অনেকটাই উপকৃত। বহু জায়গায় চাঁদার অত্যাচার কিছুটা কমেছে বলে জানা গেছে। তবে, অনেকের আশংকা, থিমের পুজোর জন্য বহু জায়গাতেই এখনো চাদার জন্য জোর-জুলুম চলে। কাজেই, এ নিয়েও সরকারকে সদর্থক দৃষ্টিভঙ্গী নিতে হবে যাতে, মানুষের উপর পুজোর নামে অযথা জোরজুলুম না চলে। এবার, জেলার পুজো কমিটিগুলো আকটু আশাবাদী, যদি রাজ্য সরকার অনুদানের টাকা আর একটু বাড়ায়।




