নয়ডায় ই-রিক্সা চালককে ৯০ সেকেন্ডে ১৭ বার থাপ্পড় মেরে মোবাইল ও টাকা কেড়ে নেয় এক মহিলা
By -
8/14/2022 11:04:00 AM
0
ভয়েস ৯,নিউজ ডেস্ক: এক ই-রিক্সা চালক দুর্ঘটনাবশত এক মহিলাকে স্পর্শ করায়, ক্ষিপ্ত মহিলা ওই ই-রিকশা চালককে ৯০ সেকেন্ডে ১৭ বার থাপ্পড় মারে। অভিযোগ, চালকের মোবাইল ফোনটি কেড়ে নিয়ে তার কাছ থেকে কিছু টাকাও নেন ওই মহিলা। জানা গেছে, ওই মহিলাটি কোনও গুরুতর আঘাত পাননি। কিন্তু তা সত্বেও তিনি প্রকাশ্য রাস্তায় যেভাবে ওই ই-রিক্সা চালককে থাপ্পড়ের পর থাপ্পড় মারে তাতে বিষ্মিত হয়ে যায় পথচারীরা। এরপর সমস্ত ঘটনার ভিডিও প্রকাশ হয়ে যায় সোস্যাল মিডিয়ায়। অনেক ব্যবহারকারীই ওই মহিলার প্রতিক্রিয়ার নিন্দা করেছেন। জানা গেছে, ওই নির্যাতিত চালক নয়ডা ফেজ-২ থানায় একটি মামলা দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। নয়ডার সেক্টর ১১০ থেকে গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকেএবং সিআরপিসি ধারা ১৫১, ১০৭ এবং ১১৬ এর অধীনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই অদ্ভুত অসংবেদনশীলতার ঘটনাটি ঘটেছে নয়ডায়। ৯০ সেকেন্ডের মধ্যে চালককে ওই মহিলা ১৭ বার চড় মারেন তিনি। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ব্যবহারকারীদের মধ্যে একজন কয়েক দিন আগে নয়ডায় ঘটে যাওয়া শ্রীকান্ত তিয়াগির ঘটনার সঙ্গে মিল দেখতে পেয়েছেন।

