এই প্রথম লাইভ স্ট্রিমিং হচ্ছে সুপ্রিম কোর্টের ফ্রিবিজ শুনানিতে
By -
8/26/2022 10:50:00 AM
0
অলোকেশ শ্রীবাস্তবঃ আজ বিদায় নিচ্ছেন সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা এবং তিনি সিজেআই বিচারপতি ইউইউ ললিতের সাথে বসবেন। তার নেতৃত্বাধীন একটি আনুষ্ঠানিক বেঞ্চে ২০টি মামলার সরাসরি সম্প্রচার হবে। এছাড়া, ফ্রিবি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ আজ সরাসরি সম্প্রচার করা হবে। আজ সকাল সাড়ে ১০টা থেকে এনআইসি (ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার) ওয়েবকাস্ট পোর্টালের মাধ্যমে প্রধান বিচারপতির আদালত বা আনুষ্ঠানিক বেঞ্চের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। প্রধান বিচারপতি এনভি রামানার বিদায়ী অনুষ্ঠান বিকেল ৪ টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

