কাংড়ায় ভেঙে পড়ল রেল সেতু, মান্ডিতে ১৪ জনের মৃত্যুর আশঙ্কা

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ একটানা বৃষ্টিতে হিমাচল প্রদেশের কুলু, চাম্বা, সিমলা, মান্ডির অবস্থা ক্রমশঃ খারাপ হয়ে পড়ছে। দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হিমাচল প্রদেশের সোলান থেকে সিমলাগামী ৫ নম্বর জাতীয় সড়কে ধস নামে। এই পথ পুরোপুরি বন্ধ। সোলান প্রশাসন জানিয়েছে, রাস্তায় বেশ কয়েকটি গাড়ি আটকে পড়েছে। দ্রুত গতিতে ত্রাণের কাজ চলছে। অন্যদিকে, কাংড়ায় চাক্কি নদীর উপর একটি রেলসেতু ভেঙে পড়ে। প্রশাসনের দাবি, শনিবার সকালে ঘটনাটি ঘটেছে। নদীতে জল বেড়ে যাওয়ায় সেতুর একটা বড় অংশ ভেসে গিয়েছে। তার পরেই ভেঙে পড়ে রেলের এই সেতু। বর্তমানে নদীতে জল থাকায় সেতু মেরামত করা যাচ্ছে না। জল নামার পরেই তা মেরামত করা হবে। প্রশাসনের বক্তব্য, সেতুটি নতুন করে তৈরি করা যাবে কি না, তা বলা মুশকিল।

 বৃষ্টির কারণে চাম্বার অবস্থাও খারাপ। পাহাড়ের চাম্বায় ভেঙে পড়ল একটি বাড়ি। এদিকে, মান্ডিতে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় এক কিশোরী নিহত এবং আরও ১৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এছাড়াও, গোহার উন্নয়ন ব্লকের কাশান গ্রামে ভূমিধসের পরে অন্য একটি পরিবারের আট জন সদস্য তাদের বাড়ির ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে  মৃতদেহগুলি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার ভোর সাড়ে ৪টায় ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর তিনজন নিখোঁজ রয়েছেন। প্রশাসনের টিম মানুষের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বৃষ্টির কারণে ত্রাণের কাজ করতে অনেক অসুবিধা হচ্ছে।

এই জেলার অন্য একটি ঘটনায়, বাল মুকুন্দ নামে ৪৮ বছর বয়সী এক ব্যক্তি লাহার গ্রামে ভূমিধসে নিহত হন।  আকস্মিক বন্যা এবং একাধিক ভূমিধসের কারণে মান্ডি জেলার বেশ কয়েকটি রাস্তাও অবরুদ্ধ হয়ে পড়েছে। আধিকারিকরা জানিয়েছেন, বালহ, সদর, থুনাগ, মান্ডি এবং লামাথাচে তাদের বাড়ি ও দোকানে জল ঢুকে যাওয়ায় বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্থ হয়েছে এবং বেশ কয়েকজন গ্রামবাসী তাদের বাড়িতে আটকে পড়েছে।

বৃষ্টির জেরে প্রায় গোটা রাজ্যই নাজেহাল অবস্থা। কুলু-সহ মান্ডিতে বৃষ্টির জেরে বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে। এখানে স্কুল-কলেজ বন্ধ রয়েছে। হিমাচল প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ২৫ শে আগস্ট পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে ভূমিধসের সতর্কতা জারি করেছে।
ছবি সৌজন্যঃ এ এন আই

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad