আজ সন্ধ্যায় আকাশে এক অদ্ভুত আলো? সোশ্যাল মিডিয়ায় শোরগোল

ভয়েস ৯, হুগলি ডেস্কঃ আজ সন্ধ্যায় আকাশের দক্ষিণ দিকে এক অদ্ভুত আলো দেখতে পাওয়াকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। সন্ধ্যা ৫.৩০ মিনিট নাগাদ তোলা সেই ছবি এখন নেট পাড়াতে প্রায় ভাইরাল। অনেকে এই নিয়ে নানা মতামত পেশ করতে শুরু করেছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একাধিক সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে। ওই পোস্ট থেকে জানা যাচ্ছে, ওই আলোটা প্রায় তিন চার মিনিট স্থায়ী ছিল।
কলকাতা, বাঁকুড়া, বীরভূম-রাজ্যের বিভিন্ন জায়গায় এই রহস্যময় আল দেখা যায়। আকাশের এক কোণে সার্চলাইটের মতো আলো এটি। কীভাবে এই আলো এল? এ ব্যাপারে জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন, "এটা কোন স্যাটেলাইটের কিউব বা খন্ডাংশ হতে পারে যা ১০ থেকে ১২ গ্রাম ওজনের হবে। অত্যন্ত দ্রুত গতিতে এটি পৃথিবীর দিকে নেমে আসছে। যত কাছে এসেছে ততই এর গতি বেড়েছে। পুরুলিয়া থেকে বাংলাদেশ বর্ডার সর্বত্রই এটি দেখা গিয়েছে। ৫টা বেজে ৫০ নাগাদ বেশি নজরে পড়েছে।" আলোর আকার কিছুটা বড়। কাজেই এটা উল্কা বৃষ্টি নয় বলে তিনি জানান। অন্যদিকে, অনেকে এটাকে অগ্নি ৫ মিসাইল টেস্টের প্রসঙ্গে যোগ করেছেন। তবে, প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এব্যাপারে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, আজকে অগ্নি ৫ মিসাইল টেস্ট হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায়, ওড়িশার চাঁদিপুর থেকে অগ্নি ৫ মিসাইল ক্ষেপণাস্ত্রে পরীক্ষা করা হয় আজ সন্ধ্যায়। চাঁদিপুর থেকে বাঁকুড়া কাছাকাছি হওয়ায় সন্ধ্যার আকাশে সেই আলো অনেকটা স্পষ্ট ভাবে দেখা গিয়েছে। তবে, এই ধরনের ক্ষেপণাস্ত্র এই প্রথম রাতে পরীক্ষা করা হল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad