ওড়িশায় টিটেনাসের পরিবর্তে নাবালককে দেওয়া হলো জলাতঙ্কের টিকা, আরো ২ টি টিকা নেওয়ার পরামর্শ

ভয়েস ৯, ভুবনেশ্বরঃ নিতে গিয়েছিল টিটেনাসের ইনজেকশন। দেওয়া হলো জলাতঙ্কের টিকা। শুনতে অদ্ভুত মনে হলেও এটাই ঘটেছে এই রাজ্যের বালাসোর জেলায়। জানা গেছে, বালাসোরের নীলাগিরিতে টিটেনাস ইঞ্জেকশনের পরিবর্তে এক বালককে দেওয়া হয়েছে কুকুরে কামড়ানোর আন্টি-র‍্যাবিস টিকা। জানা গেছে, জ্যোতি প্রকাশ শেঠী নামে ওই নাবালক বৃহস্পতিবার রাতে একটি জন্মদিনের পার্টিতে যোগ দেয়। যেখানে ব্লেড দিয়ে কিছু করতে গিয়ে তার হাত কেটে যায়।
 শুক্রবার সকালে বাবার সঙ্গে নীলগিরির মহকুমা হাসপাতালে টিটেনাস নিতে যায় সে। শেঠি ভুল করে জলাতঙ্ক রোগীদের লাইনে দাঁড়িয়েছিলেন। পরে ডাক্তার তার হাতের কাটা সম্পর্কে জানার পরে তিনটি ইঞ্জেকশন লিখেছিলেন বলে অভিযোগ করা হয়েছিল। ছেলেটিকে এরপর ইঞ্জেকশন দেওয়া হয় জলাতঙ্কের। 
এদিকে, তার বাবা ইঞ্জেকশনটি সম্পর্কে জিজ্ঞাসা করতে গিয়ে জানতে পারেন যে, ডাক্তার টিটেনাসের পরিবর্তে জলাতঙ্ক ইনজেকশনের কথা উল্লেখ করেছিলেন। তার বাবা তৎক্ষণাৎ এই ঘটনা সম্পর্কে একজন শিশুরোগ বিশেষজ্ঞ রাজেন্দ্র সিংয়ের সঙ্গে পরামর্শ করেন। 
 ওই শিশু বিশেষজ্ঞ তাকে আশ্বস্ত করে জানান এর কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। রাজেন্দ্র সিং বলেন, যে জলাতঙ্ক কোর্সটি শেষ করার জন্য আরও দুটি টিকা নিয়ে নেওয়া ভালো। তাহলে, ভবিষ্যতের কুকুরের কামড়ের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে ওটা কাজ করবে। পরে, প্রকাশকে একটি টিটেনাস ইনজেকশনও দেওয়া হয়েছিল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad