দামি সুগন্ধির নকল বোতলে, পারফিউম এর বদলে মানুষের মূত্র বিক্রি, শুরু তদন্ত

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ সবাই কম দামে পাচ্ছিল নামি-দামি ব্রান্ডের পারফিউম। কী ছিল না সেখানে! আরমানি, ডিওর এবং হুগো বস। কিন্তু, শেষ পর্যন্ত যা জানা গেল, শুনেই মূর্ছা যাওয়ার উপক্রম ক্রেতারা। 
জানা গেছে, দামি সুগন্ধির বোতলে প্রস্রাব বিক্রি করার অভিযোগে লন্ডনের এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ম্যাঞ্চেস্টার থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এক অভিযানে সাত টন নকল পোশাক, আনুষাঙ্গিক ও ওয়্যারলেস ইয়ারফোনের মধ্যে ৪০০টিরও বেশি নকল সুগন্ধির বোতল রয়েছে। সিটি অফ লন্ডন ফোর্সের পুলিশ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্রাইম ইউনিট মঙ্গলবার ম্যানচেস্টারের চিথাম হিলের দুটি বাণিজ্যিক এলাকায় অভিযান চালায়। 
দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ী নিজেই পারফিউম তৈরি করে এই ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতেন বলে অভিযোগ। দামি বোতল ব্যবহার করে নিজের পারফিউম ভরে পাইকারি দামে বিক্রি করতেন। একটি ল্যাব পরীক্ষার পরে, পারফিউমের সায়ানাইড এবং মানুষের প্রস্রাবের কণা সহ অনেক বিষাক্ত রাসায়নিক পাওয়া যায়। এ
র পরে, পুলিশ একটি বিবৃতি জারি করে এবং মানুষকে নকল সুগন্ধি সম্পর্কে সচেতন হওয়ার জন্য সতর্ক করে দেয়। বিষয়টি নিয়ে তদন্তভার নিচ্ছে পুলিশ। চ্যানেল, আরমানি, ডিওর এবং হুগো বস সহ লেবেলসহ ৬০,০ পাউন্ডের ভুয়া বিউটি প্রোডাক্ট পুলিশ বাজেয়াপ্ত করার পর এই সতর্কতা জারি করা হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad