Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

‘আপনার কোন হাতটা ভেঙেছে ?’ রোগীকে এই প্রশ্ন করাতেই নার্সকে মারধরের অভিযোগ

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করলেই বিপদ। এতটাই অসিহিষ্ণু হয়ে উঠছে মানুষ। এবের এই অসহিষ্ণুতার ছবিটা দেখা গেল মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতালে। 
অভিযোগ, সেখানে দুই কর্মরত নার্সকে নিগ্রহ করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ জানানো হলে পুলিশ দুই ব্যক্তিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে।
 জানা গেছে, হাত ভেঙ্গে যাওয়ায় রাফিয়া বিবি নামে এক মহিলাকে নিয়ে আসা হয় কান্দি হাসপাতালে। তাকে সেখানে ভর্তিও করা হয়। পরে কর্তব্যরত এক নার্স মধুরিমা রায় এক্সরে করার রিকুইজিশন নিতে এসে জানতে চান, তার কোন হাতটা ভেঙ্গেছে। ডান হাত? না বাম হাত? এই প্রশ্ন করতেই উত্তেজিত হয়ে ওঠেন রোগীর পরিবারের সদস্যরা। 
অভিযোগ, মধুরিমাকে মারধর শুরু করে উত্তেজিত লোকেরা। সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রহৃত হন আর এক নার্স সামিমা ইয়াসমিন। হামলা করা হয় তাঁর ওপরেও। কান্দি মহকুমা হাসপাতালের সুপার রাজেশ চন্দ্র সাহা জানান, বিষয়টি কান্দি থানায় জানানো হয়েছে। নার্সদের অভিযোগ পুলিশ, স্বাস্থ্য প্রশাসনের কাছে জানানো হয়েছে। পরে পুলিশ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করে।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad