হুগলিতে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ইন্সটাগ্রাম হ্যাকিং, অভিযোগ নাইজিরিয়া থেকেই হ্যাকিং
6/24/2023 12:10:00 AM
0
ভয়েস ৯, হুগলিঃ এবার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকিং এর ঘটনা ঘটল হুগলি জেলার তারকেশ্বরে। হ্যাকাররা তার অ্যাকাউন্ট করে, বিট-কয়েনের প্রচার করছে বলে বলে অভিযোগ করেছেন এক তরুণী। জানা গেছে, বিগত ২০২১ সালের ১ মে এই অ্যাকাউন্টটি খোলা হয়। পরবর্তী সময়ে, এই অ্যাকাউন্ট থেকে তিনি অন্যান্য কোম্পানীর প্রোডাক্ট প্রচারের কাজ করতেন। সম্প্রতি, তার এই অ্যাকাউন্টটি মনিটাইজড হওয়ার দিকে এগোচ্ছিল। ঠিক এই সময়েই এই অ্যাকাউন্টটি হ্যাক হয় বলে অভিযোগ।
ওই তরুণী, তার অভিযোগে বলেন, হ্যাক হওয়ার ঘটনা তিনি তার অন্যান্য ইন্সটাবন্ধুদের হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানিয়ে দেন। পাশাপাশি তাদেরও শেয়ার করে দিতে বলেন। এরপর তিনি, ইন্সটাগ্রাম সিকিউরিটিতে ইমেল মারফত সমস্ত জানান। কিন্তু এখনো সেখান থেকে কোন উত্তর পাওয়া যায়নি বলে, ওই অভিযোগকারিনী জানিয়েছেন।
তার অভিযোগ, এরপর হোয়াটসঅ্যাপ এ একটি মেসেজ আসে, যেখানে ইন্সটাগ্রামের লোগো লাগানো একটি নম্বর থেকে তাকে বলা হয়, ই-মেলে যে কোডটি পাঠানো হয়েছে, সেটি তাদের মেসেজ করে দিতে। পরে, সেই নম্বরটি অনুসন্ধান করে জানা যায়, সেটি নাইজিরিয়ার ফোন নম্বর।
তিনি শুধুমাত্র লোগো দেখেই তাদের মেসেজ করে কোডটি পাঠিয়ে দেন। এরপর থেকে, হ্যাকাররা তার ইন্সটাগ্রাম থেকে বিট-কয়েনের প্রচার শুরু করে বলে অভিযোগ। এমতাবস্থায়, তিনি সাইবার ক্রাইমের শরনাপন্ন হতে চলেছেন বলে জানা গেছে।
<</