বাসটি ইয়াবতমাল থেকে পুনে যাচ্ছিল। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শনিবার রাত দেড়টা নাগাদ রাজ্যের বুলধানা জেলায় এ ঘটনা ঘটে।
বুলধানার এসপি সুনীল কাদাসানে প্রাথমিকভাবে সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, বাস থেকে ২৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিলেন, আহত হয়েছেন ৬-৮ জন। আহতদের বুলধানা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসপি সুনীল কাদাসনে পিটিআইকে জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি বাসের টায়ার ফেটে যায় এবং গাড়িটি একটি খুঁটিতে ধাক্কা মারে, একটি ডিভাইডারের সাথে ধাক্কা খায় এবং আগুন ধরে যায়। বাসটিতে থাকা ৩৩ জন যাত্রীর মধ্যে ২৫ জন দগ্ধ হয়ে মারা গেছেন। বাকি আট যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা নিরাপদে রয়েছেন।