Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

হাওড়াঃ অবাধ্য ছাত্রকে 'শাস্তি' দেওয়ায় সরকারি স্কুল শিক্ষককে মারধর

 


নিজস্ব প্রতিনিধি, ভয়েস ৯, হাওড়াঃ  অবাধ্যতার দায়ে এক ছাত্রকে শাস্তি দেওয়ায় পশ্চিমবঙ্গের হাওড়া জেলার এক সরকারি স্কুলের শিক্ষককে মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নওদা নয়ন চন্দ্র বিদ্যাপীঠে। স্কুলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, ক্লাস চলাকালীন দেখা যায় ওই ছাত্র পুরো ক্লাসকে বিরক্ত করছিল। এর ফলে পড়াশোনা প্রায় লাটে ওঠার উপক্রম হয়।

স্কুলের এক আধিকারিক জানিয়েছেন, "শিক্ষক যখন ছাত্রকে এই ধরনের আচরণ করতে নিষেধ করেন, ছাত্রটি সেই কথায় কান না দিয়ে গোলমাল চালিয়ে যেতে থাকে। ফলে,  শাস্তি হিসাবে তাকে ক্লাস ছেড়ে চলে যেতে বলা হয়।

ছুটির সময় ওই শিক্ষার্থী স্কুল  থেকে বের হয়ে যায় এবং শীঘ্রই তার কাকার নেতৃত্বে তার একদল আত্মীয় শিক্ষকের কক্ষে প্রবেশ করে এবং সংশ্লিষ্ট শিক্ষককে বেধড়ক মারধর করে। সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি রেকর্ড করা হয়েছে। অন্য শিক্ষকরা যখন তাদের সহকর্মীকে উদ্ধার করার চেষ্টা করেন, তখন ওই ছাত্রের আত্মীয়রা তাদেরও মারধর করে বলে অভিযোগ

আত্মীয়দের অভিযোগ, ওই শিক্ষক শুধু ওই ছাত্রের কানে হাত বুলিয়ে দেননি, ক্লাসের সামনে কান ধরে বসে থাকতেও বাধ্য করেন। পরে স্কুল কর্তৃপক্ষ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ ভারতীয় দণ্ডবিধির জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad