পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে যে, পাঁচ বার ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া, সেখানে অন্তত চার বার ভারতকে পরাজিত করেছে তারা। অন্যদিকে ভারতের জোড়া ট্রফি জয়ের যাত্রাপথেও অস্ট্রেলিয়ার বাধা অতিক্রম করতে হয়েছে কপিল দেব, মহেন্দ্র সিং ধোনিদের। এবারের বিশ্বকাপে নিজেদের যাত্রাপথের একদম শুরুতেই ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিলো একে অপরের।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছিল ভারতীয় ব্যাটিং লাইন আপকে।
এদিন, ৪৩ ওভারের শেষ বলে ম্যাক্সওয়েল এসে বাকি ২ রান নেন। চ্যাম্পিয়ন হয়ে যায় অস্ট্রেলিয়া। ১১০ বলে ৫৮ করে অপরাজিত থাকেন ল্যাবুশেন। ৪২ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।