ভয়েস ৯,ঢাকা ব্যুরো: বাংলাদেশের কুমিল্লার লাকসামে একটি ক্লিনিকে স্বাভাবিকভাবে সন্তান প্রসবের পর নবজাতককে ফেলে পালিয়ে গেছেন এক মা। রোববার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় পৌর শহরের উত্তর বাজার আমেনা মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে।
ক্লিনিকের মালিক সেলিম মাহমুদ বলেন, দুপুর সাড়ে বারোটায় ৩৫/৩৬ বছরের এক মহিলা প্রসব বেদনা নিয়ে ক্লিনিকে আসেন। কয়েক মিনিটের মাথায় স্বাভাবিকভাবেই একটি কন্যা শিশু ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হওয়ার ১০/১২ মিনিটের মাথায় নবজাতককে ফেলে রেখে মা ও তার সঙ্গে থাকা ১২ বছরের একটি মেয়ে এবং দুইজন বয়স্ক মহিলা পালিয়ে যায়। পরে সিসিটিভি দেখে আমাদের লোকজন মোটরসাইকেলে তাদের বহনকারী ব্যাটারীচালিত অটোরিকশাটি ধাওয়া করলেও কোনো সন্ধান পায়নি।
তিনি আরও বলেন, ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেয়ায় রোগীর নাম-ঠিকানা এন্ট্রি করা যায়নি। তবে নবজাতক কন্যা শিশুটি সুস্থ আছে।
লাকসাম থানার ওসি সাহাব উদ্দিন খান বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি আমাদের জানিয়েছেন। শিশুটির সুরক্ষা এবং তার পরিবার খুঁজে বের করার চেষ্টা চলছে।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম জানান, নবজাতক শিশুটির স্বাস্থ্য সুরক্ষা ও লালন পালনের ব্যবস্থা নেয়া হচ্ছে।
