কুকুরের ভয়ে পালাতে গিয়ে ৩০০ ফুট গভীর কূয়োয় পড়ে ১০০ ফুট উপরে আটকে গেল ছয় বছরের একটি ছেলে!

হোশিয়ারপুরঃ হোশিয়ারপুরের গধদিওয়ালার বৈরামপুর খেয়াল গ্রামের মাঠে কুকুরের ভয়ে পালাতে গিয়ে ৩০০ ফুট গভীর কূয়োয় পড়ে আটকে গেল এক অভিবাসী শ্রমিকের ছয় বছরের শিশু। সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা-মা মাঠে কাজ করছিলেন এবং শিশুটি কাছাকাছি খেলছিল। এ সময় একটি কুকুর শিশুটিকে তাড়া করে। তার হাত থেকে বাঁচতে শিশুটি দৌড়ে গিয়ে খোলা কূয়োর কাছে আড়াই ফুট উঁচু পাইপে উঠে কূয়োর মধ্যে পড়ে যায়। 

জানা গেছে, প্রায় ৩00 ফুট গভীর বোরওয়েলের মোটরটি বিকল হয়ে যাওয়ায় মেরামতের জন্য বের করা হয়েছিল। আশেপাশের লোকজন জানায়, পাইপের ওপর একটি লোহার ঢাকনাও লাগানো ছিল, যা হয়তো কেউ নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাদ্দিওয়ালা পুলিশ ও এলাকার লোকজন। শিশুটি প্রায় ১০০ ফুট গভীরে আটকে আছে বলে অনুমান করা হচ্ছে। বোরওয়েলে পাইপ বসিয়ে শিশুকে অক্সিজেন পৌঁছে দেওয়া হচ্ছে। তথ্য অনুযায়ী, ত্রাণ ও উদ্ধারকাজের জন্য এনডিআরএফ দল সাঙ্গুর থেকে হোশিয়ারপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad