এইচআইভি+ মানুষদের নিয়ে এশিয়ার প্রথম 'ক্যাফে পজিটিভ' কলকাতায়

কলকাতাঃ এইচআইভি+ মানুষদের নিয়ে সমাজ এখনো মুক্তমনা হতে পারেনি, বরং তাদের অনেকটাই বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এই সমস্ত মানুষদের অনেকে আবার ঘৄণার চোখে দেখেন, কীভাবে তারা আক্রান্ত হয়েছিলেন সেই সমস্ত খবর না জেনেই। অনেকে তাদের সঙ্গে একসঙ্গে বসতে চায় না। 

কিন্তু, এ ব্যাপারে এক ব্যাতিক্রমী দ্ষ্টান্ত স্থাপন করেছেন কলকাতার বাসিন্দা কল্লোল ঘোষ। তিনি এই সমস্ত এইচআইভি+ মানুষদের শুধু আশ্রয়ই দিচ্ছেন না, চাকরির ব্যবস্থাও করছেন। এর পাশাপাশি বছরের পর বছর ধরে সমাজের তৈরি করা মিথ্যাকেও তিনি ভেঙে দিচ্ছেন। আসলে, কল্লোল ঘোষ ২০১৮ সালে 'ক্যাফে পজিটিভ' শুরু করেছিলেন। একটি ছোট গ্যারেজ দিয়ে শুরু হয়েছিল এর যাত্রা। এই ক্যাফের বিশেষত্ব হল এখানে HIV পজিটিভ মানুষ কাজ করে। 

কল্লোল ঘোষের দাবি, এশিয়ায় এমন ক্যাফে এটাই প্রথম। কল্লোল ঘোষ বলছেন, সমাজ এটাকে কলঙ্ক হিসেবে দেখছে। প্রথম থেকেই, আমি এই কলঙ্ক দূর করার জন্য এবং এইচআইভি নিয়ে বসবাসকারী ব্যক্তিদের সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। তিনি আরও ব্যাখ্যা করেছেন, ১৪ জুলাই, ২০১৮-এ, কলকাতার যোধপুর পার্কে ১০০ বর্গ ফুটের একটি ছোট গ্যারেজ থেকে ক্যাফে পজিটিভ শুরু হয়েছিল। এর পরে এটি কলকাতার লেক ভিউ রোডে স্থানান্তরিত হয়। বর্তমানে ক্যাফে পজিটিভ-এ এইচআইভি আক্রান্ত ৫০ জন যুবক-যুবতী কাজ করছেন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad