ইরানে ১০ তলা ভবন ধসে মৄত ৬, আটক প্রায় কয়েক ডজন লোক

তেহরানঃ দক্ষিণ-পশ্চিম ইরানে একটি অসমাপ্ত ভবন ধসে ছয়জন নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন লোক আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মেট্রোপল ভবনটি আবদানের ব্যস্ততম বাণিজ্যিক রাস্তায় অবস্থিত ছিল। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, উদ্ধারকারী দল আবাদানে মেট্রোপল অফিস ব্লকের ১০ তলা ভবনের ধ্বংসস্তূপ থেকে ৩২ জনকে উদ্ধার করেছে।

 ছবিতে দেখা গেছে যে কংক্রিটের মেঝে এবং স্টিলের বিম নিচের রাস্তায় পড়ে গেছে, বেশ কয়েকটি গাড়িকে পিষে ফেলেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ধসের কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় আইনজ্ঞ হামিদ মারানিপুর বলেছেন, মেট্রোপলের মালিক এবং বিল্ডিং ঠিকাদার উভয়কেই গ্রেপ্তার করা হয়েছে। মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, যারা আটকে পড়েছেন তাদের বেশির ভাগই ভবনের নিচতলায় কেনাকাটা করছিলেন। 

ছবিঃ এ এফ পি

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad