Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

গভীর রাতে এস এস সি দফতর ঘিরে ফেললো কেন্দ্রিয় বাহিনী, আজ দুপুর পর্যন্ত এসএসসি দফতর ঘিরে থাকবে কেন্দ্রীয় বাহিনী

কলকাতাঃ হঠাৎ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন সিদ্ধার্থ মজুমদার। দায়িত্ব নেওয়ার ৪ মাসের মধ্যেই সিদ্ধার্থ মজুমদারের ইস্তফা স্বভাবতই প্রশ্ন তুলে দিয়েছে। চেয়ারম্যান পদে আইএএস-শুভ্র চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি সর্বশিক্ষা মিশনের দায়িত্বে ছিলেন। এদিকে, রাত ২.৩০ মিনিটে আচার্য সদন ঘিরে ফেলে সি আর পি এফ বাহিনী। ভবনের গেট বন্ধ থাকায় কয়েকজন জওয়ান পাঁচিল ডিঙ্গিয়ে ভিতরে প্রবেশ করেন। ভিতরে থাকা রাজ্য পুলিশের সঙ্গে কথা বলার পর গেট খুলে দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, রাতেই কলকাতা হাইকোর্ট এ ব্যাপারে একটি নির্দেশ জারী করেন। এসএসসি অফিসে থাকা তথ্যের নিরাপত্তার দাবিতে একটি মামলা হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। বিচারপতির আদেশে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে এসএসসি-র সচিবকে সিসিটিভি ফুটেজ আনোট হবে। সিবিআই যে হেতু তদন্ত করছে, নথি ঠিক রাখতে সিআরপিএফ-এর সাহায্য নিতে পারে তারা। কেন্দ্রীয় বাহিনী দুপুর ১টা পর্যন্ত এসএসসি অফিস ঘেরাও করে থাকবে। কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। একমাত্র সিবিআই আধিকারিকরা সেখানে যেতে পারেন। এদিকে সি বি আই দফতরে পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় সাড়ে তিন ঘন্টা করে সিবি আই এর অফিসাররা। কিন্তু সূত্রে জানা গেছে শিক্ষক নিয়োগে কেন উপদেষ্টা কমিটি গঠন? কার নির্দেশে? লেনদেন'নিয়ে পার্থকে প্রশ্ন করা হয়। কিন্তু তিনি বহু প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন বলে জানা গেছে। কখনও মনে নেই, কখনও নিয়ম মেনেই সব কিছু হয়েছে বলে দাবী করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad