Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

আজ স্বাস্থ্য ভবনে পশ্চিমবঙ্গ আয়ুষ চিকিৎসক সংগঠন এর প্রথম রাজ্য সম্মেলন

নিজস্ব প্রতিনিধিঃ আজ রাজ্য স্বাস্থ্য ভবনে পশ্চিমবঙ্গ আয়ুষ চিকিৎসকদের সংগঠন (West Bengal Ayus Doctor’s Network, GPMO, NHM) এর প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই সংগঠনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন সাংসদ ড. শান্তনু সেন, আহ্বায়ক ড. বিশ্বনাথ মুখার্জী, সভাপতি ড. বিশ্বেশ্বর মান্না। সংগঠন সূত্রে জানা গেছে, বেলা ৩ টে নাগাদ স্বাস্থ্য ভবনের অডিটোরিয়ামে এই সম্মেলন শুরু হতে চলেছে। 

এই সম্মেলনে উপস্থিত থাকছেন বিশিষ্ট হোমিওপ্যাথি, আয়ুর্বেদ চিকিৎসকরা। উল্লেখ্য, এই রাজ্যে একটি বহুমুখী স্বাস্থ্যসেবা সরবরাহ ব্যবস্থা চালু রয়েছে। রাজ্য সরকার প্রতিটি স্বীকৃত চিকিৎসা ব্যবস্থাকে একত্রিত করে সামগ্রিকভাবে স্বাস্থ্যসেবা পরিষেবা প্রদানের ব্যবস্থা করেছে। রাজ্যে আয়ুর্বেদ, সোওয়া-রিগপা, ইউনানি এবং হোমিওপ্যাথির সঙ্গে অ্যালোপ্যাথের একটা শান্তিপূর্ণ সহাবস্থান চালু রয়েছে। 
 জানা গেছে, ১৯৩৭ সালের গোড়ার দিকে হোমিওপ্যাথি অনুষদ বিল বঙ্গীয় বিধানসভায় গৃহীত হয়। পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ সরকার ১৯৪১ সালে রাজ্য হোমিওপ্যাথি মেডিসিন অনুষদ, বাংলার সাধারণ পরিষদ গঠনের জন্য একটি আদেশ জারি করে। 
১৯৬৪ সালে ওয়েস্ট বেঙ্গল হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন অ্যাক্ট এ হোমিওপ্যাথিক মেডিসিনের একটি কাউন্সিল গঠন করা হয়। পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি আইন ১৯৬৮ সালে পাস করা হয়েছিল এবং আয়ুর্বেদকে রাজ্য সরকারের ছাতার অধীনে আনা হয়েছিল।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad