ঢাকা-কলকাতা-আগরতলা বাস ও মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হচ্ছে

নিউজ ডেস্কঃ ২ বছর ৩ মাস পর আবার শুরু হচ্ছে কলকাতা-ঢাকা-কলকাতার মধ্যে যাত্রীবাহী বাস পরিষেবা। ‘শ্যামলী যাত্রী পরিবহন সংস্থা’র কর্ণধার অবনী কুমার ঘোষ আজ জানিয়েছেন আগামী ১ জুন বুধবার সকালে কলকাতার সল্টলেকের করুণাময়ী বাস টার্মিনাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই যাত্রীবাহী বাস চলাচল। একই দিনে চালু হচ্ছে কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যে বাস চলাচলও। দুই বছর আগে ২০২০ সালের ১২ মার্চ থেকে করোনার কারণে বন্ধ হয়ে গিয়েছিল এই বাস পরিষেবা। প্রসঙ্গত, ১৯৯৯ সালের ১৯ জুন কলকাতা-ঢাকার মধ্যে প্রথম শুরু হয়েছিল যাত্রীবাহী বাস চলাচল। আর আগরতলা-কলকাতার মধ্যে বাস চলাচল শুরু হয় ৬ জুন ২০১৫ থেকে। জানা গেছে, আগের বাসভাড়াই বহাল থাকছে। কলকাতা ঢাকার বাসভাড়া থাকছে সেই ১ হাজার ৪০০ টাকা। প্রতি সোম, বুধ ও শুক্রবার সকাল সাতটায় এই বাস সল্টলেকের করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ছাড়বে। 


 

আবার ঢাকা থেকে এই বাস মঙ্গল, বুধ ও শুক্রবার ছাড়বে ঢাকার কমলাপুরের বিআরটিসি বাস টার্মিনাল থেকে। এই বাস কলকাতা থেকে সোম, বুধ ও শুক্রবার করুণাময়ী বাস টার্মিনাল থেকে ছাড়বে দুপুর পৌনে ১২টায়। আর আগরতলা থেকে ছাড়বে পরের দিন বিকেল চায়টায়। কলকাতা-আগরতলার ভাড়াও বাড়ানো হয়নি। আগের মতো ১ হাজার ৮০০ টাকাই থাকছে। এদিকে ২৯ মে থেকে কলকাতা-ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনও আবার চালু হচ্ছে । এদিন কলকাতা খুলনার মধ্যেও চালু হচ্ছে বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচলও। আর পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে ১ জুন প্রথম চালু করা হচ্ছে যাত্রীবাহী ট্রেন মিতালি এক্সপ্রেস।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad