এক বছরের জেল সিধুর
By -
5/21/2022 09:57:00 AM
0
নিউজ ডেস্কঃ কংগ্রেস নেতা ও প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধুর নতুন আস্তানা হল পাতিয়ালা কেন্দ্রীয় কারাগার। আগামী এক বছর তার ঠিকানা একই থাকবে। রোড রেজ মামলায় সুপ্রিম কোর্ট থেকে স্বস্তি না পেয়ে আত্মসমর্পণ করতে হয়েছে সিধুকে। অন্যদিকে পশুখাদ্য কেলেঙ্কারিতে জামিনে থাকা লালু যাদবের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। এবার বিষয়টি রেলমন্ত্রী থাকাকালীন চাকরির বদলে জমি নেওয়ার। দিল্লি ও বিহারে একযোগে ১৬টি স্থানে অভিযান চালায় সিবিআই।
Tags:

