এসএসসি কেলেঙ্কারি: 'বিগ' সমস্যায় মমতার মন্ত্রী!

কলকাতাঃ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্যোপাধ্যাওকে সিবি আই দফতরে হাজিরার নির্দেশ। সন্দ্যা ৬ টার মধ্যে তাকে নিজাম প্যালেসে সি বি আই দফতরে হাজিরা দিতে হবে। ইতিমধ্যেই পার্থবাবু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই রায়কে চ্যালেঞ্জ করে মামাওলা দায়ের করেছেন। এর আগে, গত এপ্রিল মাসে, এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরের হাজিরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিকেল ৫:৩০ টার মধ্যে সিবিআই দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল।শুধু তাই নয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ‘কোনওভাবেই পার্থ উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না। প্রয়োজনে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার অবধি করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।’ কিন্তু এরপর ডিভিসন বেঞ্চের মাননীয়া বিচারপতিরা এস এস সি সঙ্ক্রান্ত মামলাগুলির উপর ৫ সপ্তাহের স্থগিতাদেশ দেন। আজ সেই স্থগিতাদেশ উঠে যায় ডিভিসন বেঞ্চের নতুন আদেশে। আজ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্যোপাধ্যাওকে মাননীয় অভিজিত গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের পক্ষ থেকে জানানো হয় , তিনি যদি সি বি আই কে তদন্তে সাহাজ্য না করেন, তাহলে সি বি আই তাকে গ্রেফতার করতে পারবে। অন্যদিকে উপদেষ্টা কমিটির ৫ জনকেও বিকাল ৪ টের মধ্যে সি বি আই দফতরে হাজির দিতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, তিনি আশা করেন পার্থ মন্ত্রীর পদ থেকে সরে যাবেন। একই সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পার্থকে পদ থেকে সরানোর জন্য রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদনও করেন। তিনি বলেন, স্বচ্ছ সমাজ গড়তে দুর্নীতিকে বরদাস্ত করা উচিত নয়। এটা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad