প্রয়াগরাজে করোনা সময়ের মতো ভয়ঙ্কর ছবি, ফের গঙ্গার তীরে মৃতদেহের স্তুপ!

প্রয়াগরাজে (এলাহাবাদ)ঃ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (এলাহাবাদ) আবারও গঙ্গা নদীর তীরে বালিতে বহু সংখ্যক মৃতদেহ পুঁতে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।। প্রয়াগরাজের গঙ্গার তীরে ফাফামাউ ঘাটের সাম্প্রতিক ছবি আবারও মনে করিয়ে দিয়েছে করোনার সময়কাল। যদিও আগে থেকেই এখানে মৃতদেহ দাফনের প্রথা রয়েছে। কিন্তু ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) এবং জেলা প্রশাসন গঙ্গার ঘাটে মৃতদেহ দাফন নিষিদ্ধ করেছে। এরপরও ঐতিহ্যের নামে যেভাবে মৃতদেহ দাফন করা হচ্ছে তা খুবই উদ্বেগজনক। ফাফামাউ ঘাটে বালিতে প্রতিদিন কয়েক ডজন লাশ পুঁতে ফেলা হচ্ছে। যার কারণে সর্বত্র দেখা যাচ্ছে শুধু কবর। আসলে বর্ষা আসতে এক মাসেরও কম সময় বাকি। এমতাবস্থায় গঙ্গা নদীর তীরে যেসব লাশ দাফন করা হচ্ছে, নদীর জল বাড়লে সেগুলোও গঙ্গায় বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে শুধু বালিতে পুঁতে রাখা মৃতদেহই গঙ্গায় প্রবাহিত হবে না, নদীকেও দূষিত করবে। কিন্তু জেলা প্রশাসন থেকে শুরু করে পৌর কর্পোরেশন পর্যন্ত তারা এ দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad