রোহিঙ্গা ক্যাম্পে গ্যাসের উনুনের আগুনে পুড়ে বাবা-ছেলের মৃত্যু

 

প্রতিকী ছবি

ঢাকাঃ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গ্যাসের চুলার আগুনে দগ্ধ ৬ জনের মধ্যে চিকিৎসাধীন বাবা-ছেলে মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উখিয়ার কুতুপালং ১ (পূর্ব) নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকে বসবাসকারী নুরুল আলমের শেডে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাসের চুলার আগুনে পুড়ে যান নারী ও শিশুসহ ৬ রোহিঙ্গা নাগরিক। সকালে রান্না করার সময় গ্যাসের পাইপ খুলে গেলে তাতে আগুন ধরে যায়। এতে গৃহকর্তা নুরুল আলম, তার স্ত্রী ও দুই সন্তান এবং পাশের বাড়ির দুই রোহিঙ্গাসহ ৬ জন পুড়ে যান। তাদের স্থানীয় এমএসএফ হাসপাতালে ভর্তি করা

১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক জানিয়েছেন, নিহতরা হলেন- উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর পূর্ব রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের আজগর আলীর ছেলে নুর আলম (৫৯) ও তার ছেলে আনোয়ার মোস্তফা (১২)।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad