ইন্দোরঃ ৫ লাখে ১৫ দিনের নবজাতক শিশুকে বিক্রি করলো বাবা মা, গ্রেফতার ৮
7:25:00 AM
0
ইন্দোরঃ এক সমাজকর্মীর অভিযোগের ভিত্তিতে জানা গেল ইন্দোরের এক দম্পতি তাদের ১৫ দিনের বাচ্চাকে প্রায় ৫ লক্ষ টাকায় বিক্রি করেছেন। এ ব্যাপারে মানবপাচার মামলার আট অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, এক দম্পতি তাদের নবজাতক শিশুটিকে ৫.৫০ লক্ষ টাকায় বিক্রি করবেন দেওয়াসের এক দম্পতির কাছে, এরকম এক চূক্তি করে। যখন চুক্তি হয়েছিল যখন শিশুটির বয়স ১৫ দিন। শিশুটিকে এরপর দু মাস বয়সী করে দালালদের মাধ্যমে ক্রেতাদের কাছে হস্তান্তর করা হয়েছিল।
এক সমাজকর্মী ঘটনাটি হীরা নগর থানায় অভিযোগ জানান বিশাল ও শাইনা নামে অভিভাবকরা তাদের যুবরাজ নামের শিশুটিকে বিক্রি করে দালালদের কাছ থেকে টাকা পেয়েছেন। নেহা সূর্যবংশ, পূজা ভার্মা, নেহা ভার্মা, নীলম, ভগীরথপুরা এবং দালালদের সহায়তায় শিশুটিকে বিক্রি করা হয়েছিল দেওয়াসের বাসিন্দা লীনা নামে এক মহিলার কাছে। সূত্র মারফত জানা গেছে, শাইনা যখন গর্ভবতী ছিলেন, তখন বিশাল সন্দেহ করেছিল যে এটি তার সন্তান নয় এবং গর্ভেই তাকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়।
বাচ্চাটি ৫.৫০ লক্ষ টাকায় বিক্রি হলেও, পরে বাবা-মা ৭০,০০০ টাকা পেয়েছিলেন। বিষয়টি তদন্ত করে পুলিশ মানবপাচার মামলায় আটজনকে আটক করেছেএবং পলাতক বাবাকে খুঁজছে।