কোভ্যাক্সিনের মান ভালো নয়ঃ যুক্তি দেখিয়ে ভারত বায়োটেকের সঙ্গে চুক্তি বাতিলের পথে এবার প্যারাগুয়ে
6:28:00 PM
0
কলকাতাঃ চলতি বছরের ২ এপ্রিল WHO কোভ্যাক্সিনের সরবরাহ স্থগিত করে দেয়। তারপরে ব্রাজিল টিকা নিয়ে অনিয়মের অভিযোগে বরাত বাতিল করে। এবার সেই পথেই হাঁটতে চলছে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে। টিকার মান নিয়ে প্রশ্ন তুলেই তারা ১০ লক্ষ ভ্যাকসিনের বরাত বাতিল করার কথা ভাবছে। প্যারাগুয়ের স্বাস্থ্যমন্ত্রী জুলিও বোরবা বিষয়টি নিশ্চিত করে এবিসি নিউজ চ্যানেলকে বলেছিলেন যে সরকার ভারত বায়োটেকের সঙ্গে এক মিলিয়ন কোভ্যাক্সিন ভ্যাকসিন ক্রয় চুক্তি বাতিল করার পথে রয়েছে। বোরবা বলেছেন, প্যারাগুয়ে ভ্যাকসিনের জন্য অগ্রিম অর্থ প্রদান করেছে। প্যারাগুয়ের কর্তৃপক্ষ মান নিয়ন্ত্রণের সমস্যাগুলির জন্য কোভ্যাক্সিন ভ্যাকসিনগুলি প্রত্যাখ্যান করেছে। অভিযোগে জানা গেছে, ভারত বায়োটেক শিপিংয়ের সময় ভ্যাকসিনগুলির সঙ্গে তাপমাত্রা সেন্সরগুলিকে অন্তর্ভুক্ত করেনি এবং প্যারাগুয়ের কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ভ্যাকসিনগুলি ব্যবহার করা যাবে না।
Tags