বাংলাদেশে কনটেইনার স্টোরেজ এ ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৯ , আহত ৪৫০ জন

ঢাকাঃ বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সীতাকুণ্ডে একটি কনটেইনার ডিপোতে ব্যাপক অগ্নিকাণ্ডের ফলেঅন্তত ১৯ জন মারা গেছে এবং প্রায় ৪৫০ জন আহত হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জালাল আহমেদ জানান, মধ্যরাতের কিছু আগে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম থেকে মাত্র ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে একটি অভ্যন্তরীণ কন্টেইনার স্টোরেজ এ আগুন লাগে। একাধিক অগ্নিনির্বাপক ইউনিট আগুন নেভানোর জন্য ডিপোতে ছুটে যায়। এই সময় একটি বিশাল বিস্ফোরণে এলাকাটি কেঁপে ওঠে। বিস্ফোরণে আহত হয়েছেন শতাধিক মানুষ। হতাহত ব্যক্তিদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন। এর আগে, বাংলাদেশে ২০২১ এর জুন মাসে একটি কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছিল। জানা গিয়েছিল, ছয়তলা ওই কারখানায় ফলের জুস, নুডুলস ও মিষ্টি মিষ্টান্ন তৈরি হতো। ঘটনার পরপরই হতাহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রাত সাড়ে ১২টার দিকে দুজনের মৃত্যু কথা জানান হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত। এর ঘণ্টাখানেক পরে আরও দুজনের মৃত্যুর খবর দেন মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম। তিনি বলেন, আহত ৬০ থেকে ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে প্রায় ২০ জনের অবস্থা গুরুতর। আজ সকালে সীতাকুণ্ডের কনটেইনার ডিপোর ভেতর থেকে ছয় জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তাদের নাম–পরিচয় কিছু জানা যায়নি। লাশগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতদের মধ্যে তিন জনের পরিচয় জানা গেলেও বাকিদের নাম পরিচয় জানা যায়নি। অজ্ঞাতপরিচয় লাশের মধ্যে একজন ফায়ার সার্ভিস কর্মীও রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad